Logo

অর্থনীতি    >>   শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহারে কৃচ্ছ্রসাধনের নির্দেশ: বিদ্যুৎ সংকট মোকাবেলায় নতুন উদ্যোগ

শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহারে কৃচ্ছ্রসাধনের নির্দেশ: বিদ্যুৎ সংকট মোকাবেলায় নতুন উদ্যোগ

শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহারে কৃচ্ছ্রসাধনের নির্দেশ: বিদ্যুৎ সংকট মোকাবেলায় নতুন উদ্যোগ

 

দেশে বিদ্যুৎ সংকট ও জ্বালানির ঘাটতি মোকাবেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আসন্ন শীত মৌসুমে সরকারি দপ্তরগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব কমানোর নির্দেশ দিয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এই নির্দেশনা কার্যকর থাকবে নভেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়সহ এদের অধীন দপ্তর, সংস্থা বা কোম্পানিগুলোর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতির ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে সেচ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে বিদ্যুৎ ব্যবহারে ২৫ শতাংশ সাশ্রয়ের উদ্যোগ গ্রহণে সব মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছিল সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সবাইকে এ উদ্যোগে সহযোগিতার আহ্বান জানিয়েছেন, যাতে করে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট কিছুটা হলেও প্রশমিত করা যায়।